Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
উদনপুর নয়ন ক্লাব সিবিজির জাতীয় মৎস্য পুরস্কার লাভ
ছবি
ডাউনলোড

রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার অন্তর্গত ৫ নং শিলমাড়িয়া ইউনিয়নের একটি কৃষিপ্রধান এলাকার একটি গ্রাম উদনপুর। উদনপুর গ্রামের ২০ জন স্বল্প শিক্ষিত, বেকার, দিনমজুর ও ভ্যানচালকদের সমন্বয়ে ১৯৯৪ সালে গঠিত হয় উদনপুর নয়ন ক্লাব। ৫ টাকা হারে মাসিক চাঁদা দিয়ে সঞ্চয় তৈরী করে তারা। সঞ্চয়ের টাকা দিয়ে মৎস্য চাষের জন্য পুকুর লিজ নেয়। ২০১১ সালে সদস্যদের নিয়মিত চাঁদা জমানো পুঁজি দিয়ে তারা ২ বিঘার একটি পুকুরে মাছ চাষ শুরু করে। ২০১৩ সালে তাদের পুকুরের মাছ রোগাক্রান্ত হয়ে মারা গেলে ৪-৫ লক্ষ টাকা ক্ষতির সম্মুখীন হয়। নিজেদের অদম্য চেষ্টার ফলে ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর পুঠিয়া এর পরামর্শ ও সহযোগিতায় নয়ন ক্লাব ঘুরে দাঁড়ায় এবং ধারাবাহিকভাবে মাছ চাষে সফলতা অর্জন করতে থাকে।
২০১৫-১৬ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরের ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় উক্ত সমিতির সদস্যগণ সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, পুঠিয়া, রাজশাহী কর্তৃক মাছ চাষ বিষয়ে চারদিনের প্রশিক্ষণ গ্রহন করে। তারা উক্ত প্রকল্পের মাধ্যমে দুইলক্ষ টাকার মাছ চাষের উপকরণ সহায়তা লাভ করে। পরবর্তীতে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, পুঠিয়া, রাজশাহী এর সহযোগিতায় মৎস্য বীজ উৎপাদন খামার, পুঠিয়া, রাজশাহীতে পাঁচ দিনের প্রশিক্ষণ গ্রহন করে।  প্রকল্পের প্রশিক্ষণ, পুঁজি ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার পরিশ্রমের মাধ্যমে তারা তাদের আগ্রযাত্রাকে ত্বরান্বিত করে। ২০১৭ সালে সমিতির চাঁদা ৫ টাকা হতে ৫০০ টাকায় উন্নীত হয় এবং জলাশয় ২ হেঃ বৃদ্ধি পেয়ে ৪ হেঃ উন্নীত হয়েছে।

বর্তমানে উদনপুর নয়ন ক্লাব নিজেদের কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে অবদান রাখছে। তারা মাছ চাষই নয় কৃষি ক্ষেত্রেও তাদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। এর ধারাবাহিকতায় ২০১৭ খ্রিঃ সালে সমিতির লভ্যাংশ দিয়ে গভীর নলকূপ স্থাপন করে যার পানি পুকুরে পানি দেয়াসহ পিঁয়াজ, ধান ও অন্যান্য ফসলের সেচ কার্যে ব্যবহৃত হচ্ছে। এর ফলে সমিতির সদস্য ছাড়াও গ্রামের অন্যান্য কৃষকরা কৃষিতে নতুন করে বিপ্লব ঘটাতে সক্ষম হয়েছে। পুকুরে মাছ চাষের পাশাপাশি পুকুরপাড়ে সবজি, পেঁপে, মিষ্টি কুমড়াসহ অন্যান্য সবজি আবাদ হয়। মোট ২.৬৭ হেক্টরের পুকুরে জলায়তন ১.৮৭ হেক্টর এবং পাড়ের আয়তন ০.৮০ হেক্টর। পুকুর পাড়ে ০.৮০ হেক্টরে মোট ৩০ মেঃ টন সবজি উৎপাদিত হয় এবং ১০০০ টি কলার কাদি বিক্রয় করে যার বিক্রয়মূল্য সর্বমোট ৬.০০ লক্ষ টাকা।

নয়ন ক্লাব তার নিজ গ্রামের কাঁচা রাস্তা মেরামত এবং বন্যা কবলিত প্রতিবেশীদের মধ্যে আর্থিক সাহায্য ও কায়িক শ্রম প্রদান করেছে। এছাড়া নয়ন ক্লাব ২০১৭ খ্রিঃ সালে মাননীয় প্রধানমন্ত্রি শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে বাগপাড়া ছাতারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় উৎসাহিত করার জন্য ১১/১০/২০১৭ খ্রিঃ তারিখে মধ্যাহ্নভোজের আয়োজন করে। এই ভোজনে স্কুলের সকল ছাত্র-ছাত্রীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ এবং সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, পুঠিয়া, রাজশাহী এর কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহন করেন। স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা ২০৪ জন এতে তাদের খরচ হয় ৯০০০/- টাকা। শীতের সময়ে গরীব দুঃখীদের মাঝে শীতের কষ্ট নিবারনের জন্য ২০১৭ সালে ২৫ জনকে কম্বল প্রাদান কওে, যার মূল্য ৮৭৫০/- টাকা । এছাড়াও তারা ঈদের সময় দরিদ্রদের মাঝে লাচ্ছা, সেমাই বিতরণ করে।

অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষায় নয়ন ক্লাব সদস্যসহ বারনই নদী অভয়াশ্রম রক্ষা ও সংরক্ষণের জন্য সামাজিক প্রচার প্রচারণা চালানো হয়। উদনপুর নয়ন ক্লাবের সদস্যরা এই অভয়াশ্রমের জন্য সাইনবোর্ড তৈরী করে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে। এই অভয়াশ্রমের সুফলভোগীর সংখ্যা ২৪৫ জন। বাংলাদেশ যখন নি¤œমধ্যম আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিনত হওয়ার জন্য এগিয়ে যাচ্ছে তারই ¯্র্েরাতে নয়ন ক্লাব নিজেদের প্রয়োজন মিটিয়ে অথ্যনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে এবং উত্তম মৎস্য চাষ পদ্ধতিতে মাছ চাষ করে আধুনিক মাছ চাষের অনন্য উদাহরন সৃষ্টি করেছে। তাদের সফলতার দৃষ্টান্ত হিসেবে “ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পে (২য় পর্যায়)” এর বিজ্ঞাপন পাতায় তাদের স্থিরচিত্র প্রদর্শিত হয়। জাতীয় পর্যায়ে পুরস্কৃত হলে তাদের কার্যক্রমের গতি বৃদ্ধি পাবে এবং জাতীয় অর্থনীতিতে গূরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

ভিডিও ও লোকেশন ম্যাপ